Tuesday , December 3 2024
Home / Tech News / ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে জি-মেইল

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে জি-মেইল

বর্তমানের তথ্য প্রযুক্তির এই যোগাযোগের মাধ্যমের অনেকটা পরিবর্তন হয়েছে। বিশ্বের এই প্রান্ত থেকে অন্য জায়গায় অনলাইনে যোগাযোগের জন্য বর্তমানে ই-মেইল ব্যবহার অনেকটা বেড়ে চলেছে। যেখানে লাখ লাখ মানুষ ই-মেইল ব্যবহার করছে।

ই-মেইলের সকল তথ্য গুগল ক্লাউডে সংরক্ষণ করে থাকে। এসব সকল তথ্য ইন্টারনেটের সাহায্য ব্যবহার করা হয়। তবে সম্প্রতি গুগল জানিয়েছে, ই-মেইলের তথ্য ব্যবহারের জন্য ইন্টারনেট থাকা বাধ্যতামূলক নয়।

যার ফলে বর্তমানে ইন্টারনেট ছাড়া না সংরক্ষিত সকল তথ্য ব্যবহার করা যাবে। যেভাবে ই-মেইলে থাকা তথ্য ইন্টারনেট ছাড়া ব্যবহার করবেন:

# গুগল ক্রম ব্রাউজার থেকে প্রথমে জিমেইল অ্যাকাউন্ট লগইন করুন

# ডানপাশে থাকা সেটিংস আইকনে ক্লিক করুন

# মেনু থেকে See all settings ক্লিক করুন

# horizontal menu থেকে Offline এ ক্লিক করুন

# তারপরে offline mail check box Enable করুন

# অফলাইন বার্তাগুলোর জন্য টাইমলাইন নির্বাচন করুন এবং আপনার পছন্দগুলো নির্বাচন করুন৷

# এরপর Save Changes এ ক্লিক করুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Click to rate this post!
[Total: 0 Average: 0]

About techheron

Check Also

আইফোন ধীর গতিতে কাজ করলে যা করবেন

আইফোন হোক বা অ্যান্ড্রয়েড দীর্ঘদিন ব্যবহারের ফলে ধীরগতির হয়ে যায়। শুরুতে যেভাবে কাজ করে দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *