বর্তমান যুগে মোবাইল ফোন ব্যবহার করে তবে হ্যাকিং এর কথা শোনেননি হয়তো এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ফোন হ্যাকের মাধ্যমে তথ্য চুরিতে সমস্যায় পড়েছেন এমন মানুষও অনেক রয়েছেন। তবে কীভাবে জানতে পারবেন আপনার ফোন হ্যাক হয়েছে?
আজকের আয়োজনে জেনে নিন মোবাইল ফোন হ্যাক কিভাবে বুঝবেন:
সন্দেহজনক পপ আপ: আপনার ফোনে যদি একের পর এক পপ আপ বিজ্ঞাপন আসতে থাকে। আর সেখানে হাত পড়ে তাহলেই সমস্যায় পড়বেন। ফোনে বিভিন্ন ধরনের ক্ষতিকর সফ্টওয়ার থাকলে এই ধরনের অযাচিত বা অশ্লীল পপ আপ বিজ্ঞাপন আসতে পারে।
অযাচিত ফোন: বারবার অজানা অচেনা নম্বর থেকে ফোন বা ম্যাসেজ আসলেও সেটি ফোন হ্যাক হয়েছে। আবার নিজের অজান্তেই আপনার মোবাইল থেকে অন্য কারো কারো ফোনে ফোন বা ম্যাসেজ যেতে পারে। এটা হলো হ্যাকের বিপদ সংকেট।
মাত্রাতিরিক্ত ডেটা খরচ: সারা দিনে খুব বেশি মোবাইলের ডেটা ব্যবহার করেন না তবে ডেটা শেষ হচ্ছে তাড়াতাড়ি। এতে বুঝতে হবে ফোন সেট হ্যাক হয়েছে। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীর অজান্তেই ফোনে চলতে থাকে একাধিক অ্যাপ। যার মাধ্যমে তথ্য চুরি হয়।
অচেনা অ্যাপ: অনেক সময়ে ফোন হ্যাক হয়ে থাকলে ব্যাবহারকারীর অজান্তেই ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ চলে আসে। যার ফলে হঠাৎ করে ফোনে অপরিচত অ্যাপ দেখা দিলে তা ফোন হ্যাক হয়ে থাকার সংকেট। তবে মাথায় রাখবেন ফোন হ্যাক হয়ে গিয়ে থাকলে সাধারণ মানুষের পক্ষে তা ধরা খুবই কঠিন। কাজেই সন্দেহ হলে সাইবার বিশেষজ্ঞদের সাথে সাজেশন নেন।