বর্তমান এই যুগে সকলের হাতে হাতে স্মার্টফোন। স্মার্টফোন ব্যাক্তি জীবনের একটি গুরত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে বেশি সময় ফোন ব্যবহারের ফলে চার্জ বেশি সময় থাকে না। স্বাভাবিক ভাবে ব্যবহারের দুই বছর পরেই ফোনের ব্যাটারির সক্ষমতা ধীরে ধীরে কমা শুরু করে। তবে জেনে নিন প্রিয় ফোনে বেশি সময় ধরে চার্জ ধরে রাখতে কিছু উপায়।
অতিরিক্ত চার্জ দেবেন না: আমাদের অনেকের মাঝে একটা বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ফোন সম্পুর্ণ চার্জ হওয়ার পরেও প্লাগ অন করে রাখে। যা ফলে ব্যাটারির হেলথ ড্যামেজ করে ফেলে। তাই আমাদের উচিৎ চার্জ শেষ হওয়ার সাথে সাথেই প্লাগ থেকে খোলে রাখুন। এছাড়া ফোনের চার্জ সম্পুর্ণ না করে ৮০ ভাগ করেই ব্যবহার করলে এতে ফোনের ব্যাটারির আয়ু অনেক বাড়ে।
অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ রাখুন: নিজের অজান্তেই অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলমান থাকে। যার ফলে চার্জ ক্ষয় হতে থাকে। ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপসগুলো বন্ধ রাখতে হবে।
ব্রাইটনেস কমিয়ে রাখুন: ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। অটো ব্রাইটনেস ব্যবহার করার ফলে চার্জ তাড়াাতড়ি শেষ হয়। তাই প্রয়োজন অনুসারে ব্রাইটনেস ব্যবহার করুন।
পাওয়ার সেভিং মুড অন রাখুন: পাওয়ার সেভিং মুড অন রাখুন। যার ফলে অপ্রয়োজনীয় অ্যাপস আর ফাংশনগুলো বন্ধ হয়ে গিয়ে প্রয়োজনীয় অ্যাপস আর ফাংশনগুলো চলমান থাকবে।
থার্ড পার্টি অ্যাপস এড়িয়ে চলুন: অনেক সময় বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের জন্য ফোনের চার্জ দ্রুত শেষ হয়। বিভিন্ন প্রয়োজনে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হলেও প্রয়োজন ছাড়া তা বন্ধ রাখার চেষ্টা করুন। তবে থার্ড পার্টি অ্যাপস বেশি জরুরি হলে সেটিংস এ গিয়ে আপনার কি কি তথ্যর প্রবেশাধিকার নিচ্ছে সেসব চেক করুন। অপ্রয়োজনীয় অনুমতি নিলে তা বন্ধ করুন।
লাইভ ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকুন: লাইভ ওয়ালপেপার ফাংশন চালু রাখলে ধীরে ধীরে চার্জ কমতে থাকে। তাই ফোনের বেশি সময় টিকিয়ে রাখতে লাইভ এনিমেশন ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকতে হবে।