Thursday , November 21 2024
Home / Mobile / আইফোন ধীর গতিতে কাজ করলে যা করবেন

আইফোন ধীর গতিতে কাজ করলে যা করবেন

আইফোন হোক বা অ্যান্ড্রয়েড দীর্ঘদিন ব্যবহারের ফলে ধীরগতির হয়ে যায়। শুরুতে যেভাবে কাজ করে দীর্ঘদিন ব্যবহারের ফলে আইফোনটি আর সেভাবে কাজ করে না। আইফোনটি স্লো হয়ে গেলে সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে এর সমাধান করতে পারেন।

ফোনের স্টোরেজ যত কম ব্যবহার করা হবে ফোনটি তত দ্রুতই কাজ করবে। তবে ফোনে ইন্টারনেট চালু থাকায় হোয়াটসঅ্যাপ, ইমু, কিংবা ম্যাসেঞ্জার থেকে অটোমেটিকভাবে ভিডিও, ছবি ডাউনলোড হয়ে যায়। যার ফলে স্টোরেজ আস্তে আস্তে পূর্ণ হয়ে যায়। এতেই দেখা দেয় ফোনের ধীর গতি।

আইফোনের সাফারিতে গিয়ে ক্যাশ মেমোরি ডিলিট করলে আইফোন দ্রুত গতিতে কাজ করবে। যা করবেন:

১. আইফোন থেকে সেটিংসে প্রবেশ করুন

২. তালিকা থেকে সাফারিতে প্রবেশ করুন

৩. স্ক্রল করে নিচে দিকে গিয়ে Clear History and Website Data এ প্রবেশ করুন

৪. popup box সিলেক্ট করুন

৫. এখান থেকে সেট করে নিন

এছাড়া গুগল ক্রমেও ক্যাশ ফাইল জমে থাকরেও আইফোন স্লো হয়ে যেতে পারে। তাই গুগল ক্রমে জমে থাকা ক্যাশ ফাইল মুছে ফেলতে যা করবেন:

১. গুগল ক্রম ওপেন করুন

২. ওপরে ডান দিকে থাকা তিনটি ডটে ক্লিক করে open more options এ প্রবেশ করুন

৩. ক্রল করে সেটিংসে প্রবেশ করুন

৪. সিলেক্ট Privacy in the next menu.

৫. এরপর select Clear Browsing Data to open up one last menu.

৬. Select the intended time range at the top of the menu (anywhere from Last Hour to All Time).

৭. Make sure that Cookies, Site Data is selected, along with Cached Images and Files. Finally, hit Clear Browsing Data at the bottom of the screen

আইফোনের ফায়ারফক্স ব্রাউজার থেকে যেভাবে ক্যাশ ফাইল মুছে ফেলবেন:

১. hamburger menu তে ক্লিক করে ওপরের ডান পাশে থাকা up options এ প্রবেশ করুন

২. সেটিংসে প্রবেশ করুন

৩. সিলেক্ট Data Management in the Privacy section.

৪. সিলেক্ট Website Data to clear data for individual sites অথবা

Clear Private Data at the bottom of the screen to clear data from all selected fields.

সূত্র: সিনেট

Click to rate this post!
[Total: 0 Average: 0]

About techheron

Check Also

আইসিটির যেসব পণ্যের দাম কমতে-বাড়তে পারে

আসন্ন ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনা আসতে পারে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *